Home / Entertainment / বিয়ের পিড়িতে বসলেন সানি লিয়নের ভাই

বিয়ের পিড়িতে বসলেন সানি লিয়নের ভাই

অবশেষে সব জল্পনা কল্পনা ছাপিয়ে বিয়ের পিড়িতে বসলেন সানি লিয়নের ভাই সন্দীপ সিং। অনেক কাঠখড় পুড়িয়ে তার জন্য পাত্রী জোগাড় করার পর শেষমেষ ফরজ কাজটি সম্পন্ন করেই ফেললেন ছোটপর্দার এ তারকা।

সন্দীপের বিয়েতে বেশ উচ্ছ্বলভাবেই নাচগান হাসিতামাশা ও বিনোদনে মেতে থাকতে দেখা যায় সানি লিয়নকে। যা দেখে ধারণা করা হয়েছে, তিনিও খুব শীঘ্রই সাত পাকে নিজেকে বাধিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন।

কিন্তু কে হবে তার বর?

Share with your friends !

[X]