Home / International / টেক্সাসে পুড়িয়ে দেয়া হল মসজিদ !

টেক্সাসে পুড়িয়ে দেয়া হল মসজিদ !

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শনিবার ভোরে ‘দ্য ইসলামিক সেন্টার অব ভিক্টোরিয়া’ নামের মসজিদটিতে আগুন দেয়া হয়।

Texas mosque up in flames only hours after Trump’s Muslim ban

শুক্রবার সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই টেক্সাসের মসজিদটিতে আগুন দেয়ার ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে তারা আগুন লাগার কারণ জানাতে পারেনি।

মসজিদটির প্রেসিডেন্ট শাহিদ হাশমি বলেছেন, ‘দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদটি ধ্বংস হতে দেখা খুব কষ্টের। আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে, মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

তিনি আরও জানান, কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে খুব দ্রুত তারা কারণ উদঘাটন করতে সক্ষম হবেন। ২০০০ সালে এই মসিজদটি নির্মাণ করা হয়। বেশ কয়েক বছর আগে একবার এটি ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হয়েছিল। আর কয়েক দিন আগে এখানে চুরির ঘটনা ঘটে।

Share with your friends !

[X]