Home / Sports / মাশরাফির বাধা উপেক্ষা করে আইপিএল খেলতে চান মুস্তাফিজ

মাশরাফির বাধা উপেক্ষা করে আইপিএল খেলতে চান মুস্তাফিজ

গতকালই ভারতীয় পত্রিকা স্পোর্ট স্টার সরাসরি মুস্তাফিজুর রহমানের কথা ছেপে দাবী করলো, আইপিএল না খেলার কথা ভাবছেন মুস্তাফিজ। আর আজই সেই কথা বেমালুম অস্বীকার করেছেন মুস্তাফিজ।

শ্রীলঙ্কায় থাকা এক সাংবাদিককে পরিষ্কার বলেছেন, এমন কোনো কথা তিনি বলেননি। এমনকি মাশরাফিও তাকে আইপিএল খেলতে যেতে নিষেধ করেননি। মুস্তাফিজ দাবী করেন, ভারতীয় পত্রিকাটি ভুয়া খবর করেছে, ‘আইপিএলে খেলতে যেতে আমাকে নিষেধ করেননি মাশরাফি ভাই। ভারতের পত্রিকায় আমি এমন কিছু বলিনি। আমি বলেছি এখনো একটা ওয়ানডে ও দুইটা টি-২০ বাকি আছে। তারা ভুয়া নিউজ ছাপিয়েছে। অবশ্যই, আমি আইপিএলে খেলতে চাই।’

এর আগে স্পোর্টস স্টার লাইভ বলে, মুস্তাফিজ তাদের বলেছেন, ‘আমার মনে হয় না আমি এবার আইপিএল খেলতে পারব। এখনও বিসিবির অনুমতির অপেক্ষায় আছি। আর খুব বেশি ম্যাচ এমনিতেও খেলতে পারব না। গেলেও মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফিরতে হবে।’

এ ছাড়াও পত্রিকাটি দাবি করে বাস্তবতা মেনে নিয়েছেন কাটার মাস্টার নিজেই। বললেন, ‘ইনজুরি থেকে ফেরার পর এখনও ছন্দ ফিরে পাইনি। মাশরাফি ভাই তাই এবার আইপিএলে না যেতে বলেছেন। তাঁর পরামর্শ আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। সামনে আমাদের লম্বা মৌসুম, আমার ফিট থাকা তাই জরুরী।’

[X]